আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
শনিবার বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “ভালো নির্বাচন করা ছাড়া ইসির আর কোনো বিকল্প নেই। জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য ভালো নির্বাচন করতেই হবে। দেয়ালে পিঠ টেকে গেছে, আর পেছনে যাওয়ার সুযোগ নেই।”
তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে ঈদের আগেই ভোট হবে। একান্তভাবে বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন, সবকিছুই করা হচ্ছে।
নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অনেকটা কমে গেছে বলেও উল্লেখ করেন তিনি। “এটা এখন জাতীয় সংকট। আমাদের সবাইকে মিলেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে—বাংলাদেশের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য।”
ভোটের পরিবেশ ফিরিয়ে আনার প্রশ্নে বলেন, “আমরা এমন পর্যায়ে চলে গেছি যে মানুষ বিশ্বাস করে না ভালো নির্বাচন সম্ভব। তাই ভালো নির্বাচন করতেই হবে—এটাই একমাত্র বিকল্প।” তিনি আরও বলেন, ভালো নির্বাচনে কেউ হারে না। “আমি ভালো নির্বাচন করে হেরে গেলেও সেটা ভালো, কারণ নির্বাচন ভালো হয়েছে। একদিন না একদিন এর ফল মিলবেই।”
নির্বাচন আয়োজনের পথে কোনো চ্যালেঞ্জ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, “আমরা এগিয়ে যাচ্ছি, পিছপা হবো না। মাঝখানে গণভোটের বিষয় এলে সামান্য পরিবর্তন হতে পারে, তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখবে বলে আশ্বাস দিয়েছে। “প্রিজাইডিং অফিসারদের বুঝতে হবে, তারা স্বাধীন—কোনো চাপের অধীন নয়। আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।”
আব্দুর রহমানেল মাছউদ ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও ১৯৭৮ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে বিচার বিভাগে যোগ দেন এবং পরে জেলা ও দায়রা জজ হিসেবে রাজশাহী, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও ঢাকায় দায়িত্ব পালন করেছেন। আইন ও প্রশাসন বিষয়ে তার লেখা ১৮টি গ্রন্থ রয়েছে। ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি অবসর গ্রহণের পর বর্তমানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।


