বৃষ্টিহীন ঢাকায় রবিবারও গরমের দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে আকাশে হালকা মেঘের আনাগোনা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, তবে তা গরমের অস্বস্তি কমাতে তেমন ভূমিকা রাখবে না। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৮ শতাংশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, আর গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


