পাবনা সদরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সকালে একটি অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি; পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


