স্যানিটারি পণ্য কিনতে গিয়ে ঘরে ফেরা হলনা দম্পতির

,
স্যানিটারি পণ্য কিনতে গিয়ে ঘরে ফেরা হলনা দম্পতির
ছবি: সংগৃহীত

মমিনুল ইসলাম (৩৮) তাঁর স্ত্রী নদী আক্তারকে নিয়ে স্যানিটারি পণ্য কিনতে গিয়েছিলেন রাজধানীর সিদ্দিকবাজারে। ওই এলাকায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল দম্পতির। বাসার জন্য বেসিন কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মমিনুল ইসলাম এবং তার স্ত্রী নদী আক্তার।

মমিনুল ইসলামের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। নদী ইসলামের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় থাকতেন তারা।

মমিনুল ইসলাম কাজ করতেন সিসিটিভি ক্যামেরা মেরামতের । তার স্ত্রী নদী আক্তার ছিলেন গৃহিণী।

এক ছেলে এক মেয়ের জননী এই দম্পতি। তাদের আসতে দেরি দেখে স্বজনরা ফোনে যোগাযোগের চেষ্টা করে পাননি, তারা শুনতে পান মার্কেটে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে খুঁজতে খুঁজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে এসে প্রথমে মমিনুল ও স্ত্রী নদীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।

তাদের মৃত্যুর সংবাদ শুনে এলাকার অনেক শুভাকাঙ্ক্ষীরাও হাসপাতালে এসে জড়ো হন। তাদে একনজর দেখতে জরুরি বিভাগে ভিড় লেগে যায়।

মরদেহ নিয়ে যাওয়ার সময়ে সেখানে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিস্থিতির। এ দৃশ্য দেখে অনেকের চোখে পানি চলে আসে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝে নিয়ে যান স্বজনরা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্যানিটারি পণ্য কিনতে গিয়ে ঘরে ফেরা হলনা দম্পতির

স্যানিটারি পণ্য কিনতে গিয়ে ঘরে ফেরা হলনা দম্পতির
ছবি: সংগৃহীত

মমিনুল ইসলাম (৩৮) তাঁর স্ত্রী নদী আক্তারকে নিয়ে স্যানিটারি পণ্য কিনতে গিয়েছিলেন রাজধানীর সিদ্দিকবাজারে। ওই এলাকায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল দম্পতির। বাসার জন্য বেসিন কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মমিনুল ইসলাম এবং তার স্ত্রী নদী আক্তার।

মমিনুল ইসলামের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। নদী ইসলামের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় থাকতেন তারা।

মমিনুল ইসলাম কাজ করতেন সিসিটিভি ক্যামেরা মেরামতের । তার স্ত্রী নদী আক্তার ছিলেন গৃহিণী।

এক ছেলে এক মেয়ের জননী এই দম্পতি। তাদের আসতে দেরি দেখে স্বজনরা ফোনে যোগাযোগের চেষ্টা করে পাননি, তারা শুনতে পান মার্কেটে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে খুঁজতে খুঁজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে এসে প্রথমে মমিনুল ও স্ত্রী নদীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।

তাদের মৃত্যুর সংবাদ শুনে এলাকার অনেক শুভাকাঙ্ক্ষীরাও হাসপাতালে এসে জড়ো হন। তাদে একনজর দেখতে জরুরি বিভাগে ভিড় লেগে যায়।

মরদেহ নিয়ে যাওয়ার সময়ে সেখানে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিস্থিতির। এ দৃশ্য দেখে অনেকের চোখে পানি চলে আসে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝে নিয়ে যান স্বজনরা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত