গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবনের দুই মালিককে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভবনটির মালিক হচ্ছেন ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান।
বুধবার (৮ই মার্চ) ভবনটির মালিক দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। তবে তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ মহিদ উদ্দিন।
তিনি বলেন, আমরা তাদের কাছে ভবন নির্মাণে অনুমতি, ভাড়াটিয়া কতজন, কোথায় সেফটিক কিংবা রিজার্ভ ট্যাংক আছে, বেজমেন্ট এলাকায় ভাড়া দেওয়ার বৈধতা বিষয়গুলো জানার চেষ্টা করছি।
সাততলা ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজও দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৮ই মার্চ) সাড়ে ৪টার দিকে ভবন থেকে প্রথম লাশটি বের করা হয়। পাঁচ মিনিটের ব্যবধানে আরো একটি লাশ বের করে আনে ফায়ার সার্ভিস।