‘ঝুঁকিপূর্ণ’ ভবনটি ভাঙা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে কাল

,
‘ঝুঁকিপূর্ণ’ ভবনটি ভাঙা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে কাল
ছবি: সংগৃহীত

গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরিত ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সে ব্যাপারে বৃহস্পতিবার(৮ই মার্চ) সিদ্ধান্ত নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার(৮ ই মার্চ) সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিএসসিসি এর মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী।

এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবনটি । গতকাল রাতে বন্ধ রাখা হয় উদ্ধার অভিযান।

হায়দার আলী বলেন, ‘ভবনের পিলার ও কলাম ধসে গেছে। ছাদও নিচের দিকে দেবে গেছে। এসব দেখে মনে হচ্ছে ভবনটি ভেঙে ফেলতে হবে।’

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক পর্যায়ে ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার একটি কমিটি আছে। ওই কমিটির প্রতিনিধিরা আগামীকাল (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

কমিটি যদি ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় তাহলে সে অনুযায়ী দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন ডিএসসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী।

সাততলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজও দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ভবন থেকে প্রথম লাশটি বের করা হয়। পাঁচ মিনিটের ব্যবধানে আরো একটি লাশ বের করে ফায়ার সার্ভিস।

এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ভবনটি থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘ঝুঁকিপূর্ণ’ ভবনটি ভাঙা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে কাল

‘ঝুঁকিপূর্ণ’ ভবনটি ভাঙা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে কাল
ছবি: সংগৃহীত

গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরিত ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সে ব্যাপারে বৃহস্পতিবার(৮ই মার্চ) সিদ্ধান্ত নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার(৮ ই মার্চ) সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিএসসিসি এর মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী।

এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবনটি । গতকাল রাতে বন্ধ রাখা হয় উদ্ধার অভিযান।

হায়দার আলী বলেন, ‘ভবনের পিলার ও কলাম ধসে গেছে। ছাদও নিচের দিকে দেবে গেছে। এসব দেখে মনে হচ্ছে ভবনটি ভেঙে ফেলতে হবে।’

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক পর্যায়ে ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার একটি কমিটি আছে। ওই কমিটির প্রতিনিধিরা আগামীকাল (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

কমিটি যদি ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় তাহলে সে অনুযায়ী দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন ডিএসসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী।

সাততলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজও দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ভবন থেকে প্রথম লাশটি বের করা হয়। পাঁচ মিনিটের ব্যবধানে আরো একটি লাশ বের করে ফায়ার সার্ভিস।

এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ভবনটি থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত