বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রাতবাদে ফরিদপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে পুলিশের বাধার মুখে মিছিলটি শুরুর তিন মিনিটের মধ্যে শেষ করতে হয়।
বৃহস্পতিবার (৯ই মার্চ) বেলা ১১টার দিকে শহরের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি রাজীব হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শুরুর তিন মিনিটের মাথায় পুলিশের বাধায় শহরের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান, মহানগর যুবদলের সহ সভাপতি এম এম ইউসুফ প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ পুলিশের বাধার কারণে এখানেই শেষ করতে বাধ্য হলাম।
তারা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে