পিকনিক থেকে ফেরার পথে চলন্ত বাসে আগুন

,
পিকনিক থেকে ফেরার পথে চলন্ত বাসে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা উড়ালসেতুর উত্তর পাশে এ ঘটনাটি ঘটেছে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ৭২ জন বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার ড্রিম ওয়ার্ল্ড পার্কে শিক্ষা সফরে যায়। সৌখিন পরিবহনের একটি বাসে করে সেখান থেকে ফিরছিল তারা। পথে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছার আগেই বাসটিতে আগুন লেগে যায়। তাৎক্ষণিক চালক বাস থামালে বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা নামার পরপরই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মাওনা মহাসড়ক থানার ওসি কংকন কুমার বলেন, ‘বাসে আগুন লাগার পর পুলিশ তাৎক্ষণিক সেখানে গিয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে বাসটি পুড়ে যাওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন যানবাহনে নিরাপদে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করেছি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পিকনিক থেকে ফেরার পথে চলন্ত বাসে আগুন

পিকনিক থেকে ফেরার পথে চলন্ত বাসে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা উড়ালসেতুর উত্তর পাশে এ ঘটনাটি ঘটেছে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ৭২ জন বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার ড্রিম ওয়ার্ল্ড পার্কে শিক্ষা সফরে যায়। সৌখিন পরিবহনের একটি বাসে করে সেখান থেকে ফিরছিল তারা। পথে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছার আগেই বাসটিতে আগুন লেগে যায়। তাৎক্ষণিক চালক বাস থামালে বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা নামার পরপরই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মাওনা মহাসড়ক থানার ওসি কংকন কুমার বলেন, ‘বাসে আগুন লাগার পর পুলিশ তাৎক্ষণিক সেখানে গিয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে বাসটি পুড়ে যাওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন যানবাহনে নিরাপদে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করেছি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত