কক্সবাজারের ঈদগাঁও দরগাহ পাড়া ব্রিজের নাসি খাল থেকে এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী আবু তাহের পলাতক রয়েছে।
গৃহবধু লাশের পরিচয় হলো ঈদগাঁও দরগাহ পাড়া এলাকার আব্দুল আমিনের মেয়ে ফাতেমা আক্তার।
শুক্রবার (১০ মার্চ) বিকাল ৩ টার দিকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি মোহাম্মদ গোলাম।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে নামাজের পর নাসি খালে বোরকা পরিহিত মহিলার লাশ দেখতে পায় পথচারিরা। খবরটি তাতক্ষণিক চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
ফাতেমাকে হত্যা করা হয়েছে দাবি জানিয়ে তার পরিবার বলেন, প্রায় ২ বছর আগে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে দুই মাসের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ফাতেমাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছির স্বামী আবু তাহের। ফাতেমাকে হত্যা করা হয়েছে।
ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এখনো রহস্য জানা যায় নি। বিস্তারিত অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বুধবার (৮ মার্চ) বিকাল ৩ টার পর থেকে ফাতেমা নিখোঁজ ছিল।