ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন খান মুজাহিদী ওরফে সুলতান খান (৫৫) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) ভোরে উপজেলার ময়মনসিংহ -কিশোরগঞ্জ রেল লাইনের ঈশ্বরগঞ্জ অংশে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মো. বদরুল আলম খান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিন খান মুজাহিদী ওরফে সুলতান খান উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত আ. মুমিন খানের ছেলে। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি তিনি।
নিহতের ভাতিজা মো. বদরুল আলম খান বলেন, চাচা সুলতান খান মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি একজন সেনা সেনা সদস্য ছিলেন। ৭ বছর চাকরি করার পর এক গারো মেয়েকে বিবাহ করলে পরিবার তা মেনে নেয়নি তখন থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে’।
নিহতের ভাগিনা আরিফ আহমেদ বলেন, ‘ট্রেনে কাটা পড়ে মামার বাম পা কেটে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আমরা তাঁর মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসি। পরে বাদ জোহর চট্টি বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করি’।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ‘এ ঘটনার বিষয়ে আমি অবগত নই’।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘জানতে পেরেছি একজন সেনা সদস্য রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এটি রেলওয়ে থানা পুলিশের বিষয়। এ বিষয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন’।