ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী এক মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সোমবার(১৩ মার্চ) ভোর রাত ২টার দিকে ত্রিশাল উপজেলার রাঙামাটি এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৪ জন নিহত হয়েছেন এবং দগ্ধ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বকর সিদ্দিক জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের এক পাশে পরে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, অগ্নিদগ্ধ অপর ৫ যাত্রীকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আবু বকর সিদ্দিক বলেন, ‘মাইক্রোবাসটি ধোবাউড়া উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে এলাকাবাসীও ঘটনাস্থলে উপস্থিত হন।’
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনি এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২ নারীসহ অগ্নিদগ্ধ ৪ জনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।’