যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদে নান্দাইল উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৪মার্চ) বেলা বিকাল ৪ টায় নান্দাইল উপজেলা বিএনপির আঞ্চলিক দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নান্দাইল উপজেলা ও পৌর যুবদল।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর তত্ত্বাবধানে উপজেলা যুবদল নেতা মো.জহিরুল হকের নেতৃত্বে বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন – উপজেলা যুবদল নেতা মোবারক হোসেন উজ্জল,আবু হুরাইরা আকন্দ, সোরহাব উদ্দিন ভূঁইয়া, মো.ফজলুল হক, মাহমুদ হাসান আফেল,মাহমুদ হাসান আরিফ,বিল্লাল সরদার,হাসান মাহমুদ বাবুল,শাহজাহান কবীর,এসফাকুল হক পাপ্পু,মোজাম্মেল হক সুমন,মো.সজল মিয়া,নুরুল আলম নুরুল্লা, সাদেকুর রহমান সবুজ সহ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতা-কর্মীরা অবিলম্বে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আর তা না হলে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাববেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিল ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।