ময়মনসিংহের ভারতী সীমান্তে যুবকের মরদেহ

মিন্টু মিয়া জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহের ভারতী সীমান্তে যুবকের মরদেহ
ছবি: ইন্টারনেট

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্তের ভারতীয় সীমানায় বাংলাদেশি সারোয়ার হোসেন (৪৫) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বুধবার (১৫মার্চ) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে। নিহত যুবক একই এলাকার বাসিন্দা।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- মরদেহ উদ্ধার করে আনতে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আছেন। দ্রুত মরদেহ আনার চেষ্টা চলছে।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের মেজর মো. সালাউদ্দিন বলেন, ‘মরদেহে আঘাতের চিহ্ন আছে কিনা তা এখনো জানা যায়নি। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে রাতেই মরদেহ আনা হবে। এরপর হত্যার রহস্য জানা যাবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ময়মনসিংহের ভারতী সীমান্তে যুবকের মরদেহ

ময়মনসিংহের ভারতী সীমান্তে যুবকের মরদেহ
ছবি: ইন্টারনেট

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্তের ভারতীয় সীমানায় বাংলাদেশি সারোয়ার হোসেন (৪৫) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বুধবার (১৫মার্চ) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে। নিহত যুবক একই এলাকার বাসিন্দা।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- মরদেহ উদ্ধার করে আনতে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আছেন। দ্রুত মরদেহ আনার চেষ্টা চলছে।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের মেজর মো. সালাউদ্দিন বলেন, ‘মরদেহে আঘাতের চিহ্ন আছে কিনা তা এখনো জানা যায়নি। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে রাতেই মরদেহ আনা হবে। এরপর হত্যার রহস্য জানা যাবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত