বোয়ালখালী উপ-নির্বাচন: ভোটার শূণ্য কেন্দ্রে ভোট গ্রহণ

জাবেদুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
বোয়ালখালী উপ-নির্বাচন: ভোটার শূণ্য কেন্দ্রে ভোট গ্রহণ
বোয়ালখালী উপ-নির্বাচন: ভোটার শূণ্য কেন্দ্রে ভোট গ্রহণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটারদের মাঝে তেমন কোন আগ্রহ দেখা যায়নি। উপজেলার প্রায় কেন্দ্র দিনভর ছিলো ফাঁকা। ভোটারের উপস্থিতি কম থাকায় প্রার্থীর অনুসারীরা ভোটারদের বাড়ি থেকে ডেকে আনতে দেখা গেছে কয়েকটি কেন্দ্রে।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের বাড়ি এলাকার দরবার দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

তবে অভিযোগ আছে, কেন্দ্রেটিতে ভোটাররা আঙ্গুলের ছাপ দিলেও গোপন কক্ষে ভোট দিচ্ছে নৌকার অনুসারীরা। এ কেন্দ্র দিনভর নিয়ন্ত্রণে ছিলো যুবলীগ নেতা শাহাদাত হোসেনের। তাই দেখা যায়নি অপর দুই প্রার্থীর কোনো এজেন্টদের।

আওয়ামী লীগ প্রার্থীর বাড়ির এলাকার অপর মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাড়ি থেকে ডেকে এনে ভোট প্রদান করতে দেখা গেছে নৌকার অনুসারীদের। কেন্দ্রটি এক প্রকার দখলে রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন ও যুবলীগ নেতা মো ইউছুপ চৌধুরীকে। একই চিত্রের দেখা মিলে জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা কেন্দ্রে।

সারেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার অন্যান্য কেন্দ্রগুলোতে সকাল থেকে লাইন ছিলো না কোন ভোটারদের। মাঝেমধ্যে দুয়েকজন করে এসে ভোট দিচ্ছেন।

উপজেলার উপ-নির্বাচনে রেজাউল করিমের পাশাপাশি অপর দুই স্বতন্ত্র প্রার্থী হলেন শাহজাদা এস এম মিজানুর রহমান ও কাজী আয়েশা ফারজানা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বোয়ালখালী উপ-নির্বাচন: ভোটার শূণ্য কেন্দ্রে ভোট গ্রহণ

বোয়ালখালী উপ-নির্বাচন: ভোটার শূণ্য কেন্দ্রে ভোট গ্রহণ
বোয়ালখালী উপ-নির্বাচন: ভোটার শূণ্য কেন্দ্রে ভোট গ্রহণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটারদের মাঝে তেমন কোন আগ্রহ দেখা যায়নি। উপজেলার প্রায় কেন্দ্র দিনভর ছিলো ফাঁকা। ভোটারের উপস্থিতি কম থাকায় প্রার্থীর অনুসারীরা ভোটারদের বাড়ি থেকে ডেকে আনতে দেখা গেছে কয়েকটি কেন্দ্রে।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের বাড়ি এলাকার দরবার দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

তবে অভিযোগ আছে, কেন্দ্রেটিতে ভোটাররা আঙ্গুলের ছাপ দিলেও গোপন কক্ষে ভোট দিচ্ছে নৌকার অনুসারীরা। এ কেন্দ্র দিনভর নিয়ন্ত্রণে ছিলো যুবলীগ নেতা শাহাদাত হোসেনের। তাই দেখা যায়নি অপর দুই প্রার্থীর কোনো এজেন্টদের।

আওয়ামী লীগ প্রার্থীর বাড়ির এলাকার অপর মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাড়ি থেকে ডেকে এনে ভোট প্রদান করতে দেখা গেছে নৌকার অনুসারীদের। কেন্দ্রটি এক প্রকার দখলে রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন ও যুবলীগ নেতা মো ইউছুপ চৌধুরীকে। একই চিত্রের দেখা মিলে জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা কেন্দ্রে।

সারেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার অন্যান্য কেন্দ্রগুলোতে সকাল থেকে লাইন ছিলো না কোন ভোটারদের। মাঝেমধ্যে দুয়েকজন করে এসে ভোট দিচ্ছেন।

উপজেলার উপ-নির্বাচনে রেজাউল করিমের পাশাপাশি অপর দুই স্বতন্ত্র প্রার্থী হলেন শাহজাদা এস এম মিজানুর রহমান ও কাজী আয়েশা ফারজানা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত