টেকনাফে ছাত্রসহ ৭ জনকে অপহরণ, দুই শিশু পুলিশ হেফাজতে

কনক বড়ুয়া জেলা প্রতিনিধি, কক্সবাজার
টেকনাফে ছাত্রসহ ৭ জনকে অপহরণ, দুই শিশু পুলিশ হেফাজতে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে একের পর এক অপহরণের ঘটনা ঘটতেছে। ফের কলেজ ছাত্রসহ ৭ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ৯ জনকে অপহরণ করলেও ২ শিশু কৌশলে পালিয়ে যায়। বর্তমানে ২ শিশু পুলিশ হেফাজতে আছে।

যাদের অপহরণ করা হয়েছে তারা হলেন- জাহাজপুরা এলাকার জাফর আলমের ছেলে জাবরুল ইসলাম, বশির আহমেদের ছেলে ফজল করিম, ইসহাকের ছেলো গিয়াস উদ্দিন, হায়দার আলীর ছেলে রশিদ আলম, নজির আহমেদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম। এরমধ্যে গিয়াস উদ্দিন টেকনাফ ডিগ্রি কলেজের ছাত্র।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

এর আগে গত ১৮ ডিসেম্বর একই এলাকা থেকে স্থানীয় ৮ জনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর জানুয়ারি মাসে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় খেত পাহারারত অবস্থায় চার কৃষককে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর হ্নীলা পাহাড়ি এলাকা থেকে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত ৩ জন ছাড়া পান। তারপর একি মাসের ১৩ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬ জনকে অপহরণ করা হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অপহৃতরা কাজ করতো গেলে অস্ত্রধারী একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে অপহৃতদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা ৯ জনকে অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। ৯ জনের মধ্যে ২ শিশু পালিয়ে আসে কৌশলে। পরে অপহৃতদের পরিবার পুলিশকে জানায় বিষয়টি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, এই অপহরণের ঘটনায় কারা জড়িত পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। অপহৃতদের উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

টেকনাফ থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছে। অপহরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেকনাফে ছাত্রসহ ৭ জনকে অপহরণ, দুই শিশু পুলিশ হেফাজতে

টেকনাফে ছাত্রসহ ৭ জনকে অপহরণ, দুই শিশু পুলিশ হেফাজতে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে একের পর এক অপহরণের ঘটনা ঘটতেছে। ফের কলেজ ছাত্রসহ ৭ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ৯ জনকে অপহরণ করলেও ২ শিশু কৌশলে পালিয়ে যায়। বর্তমানে ২ শিশু পুলিশ হেফাজতে আছে।

যাদের অপহরণ করা হয়েছে তারা হলেন- জাহাজপুরা এলাকার জাফর আলমের ছেলে জাবরুল ইসলাম, বশির আহমেদের ছেলে ফজল করিম, ইসহাকের ছেলো গিয়াস উদ্দিন, হায়দার আলীর ছেলে রশিদ আলম, নজির আহমেদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম। এরমধ্যে গিয়াস উদ্দিন টেকনাফ ডিগ্রি কলেজের ছাত্র।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

এর আগে গত ১৮ ডিসেম্বর একই এলাকা থেকে স্থানীয় ৮ জনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর জানুয়ারি মাসে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় খেত পাহারারত অবস্থায় চার কৃষককে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর হ্নীলা পাহাড়ি এলাকা থেকে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত ৩ জন ছাড়া পান। তারপর একি মাসের ১৩ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬ জনকে অপহরণ করা হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অপহৃতরা কাজ করতো গেলে অস্ত্রধারী একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে অপহৃতদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা ৯ জনকে অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। ৯ জনের মধ্যে ২ শিশু পালিয়ে আসে কৌশলে। পরে অপহৃতদের পরিবার পুলিশকে জানায় বিষয়টি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, এই অপহরণের ঘটনায় কারা জড়িত পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। অপহৃতদের উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

টেকনাফ থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছে। অপহরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত