ঈশ্বরগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগে জাহিদ খান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের বালিহাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদ খান একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়- ভুক্তভোগী শিশু তার মায়ের সাথে বালিহাটা গ্রামের সাঈদ খানের বাড়িতে টিকা নিতে যায়। এসময় শিশুটিকে বিস্কুট খাওয়ার কথা হবে জাহিদ খান তার বাড়িতে নিয়ে যান। পরে শিশুটির উপর শারিরিক যৌন নিপীড়ন চালায়। এ ঘটনা শিশু তার মায়ের কাছে বিস্তারিত ঘটনা জানালে এলাকাবাসী জাহিত খান কে আটক করে পুলিশে খবর দেয়৷
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনাস্থলে যান। সেসময় তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ, তারুন্দিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুর রব, বালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও স্থানীয় এলাকাবাসী উপস্থিতিতে পুলিশ অভিযুক্ত জাহিদ খান ও ভিকটিমকে থানায় নিয়ে যান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন- অভিযুক্তের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।