চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার ছয়ঘরিয়া গ্রাম থেকে ৭০ ভরি ওজনের তিনটি সোনার বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার(১৭ মার্চ) বদুপুরে পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘরিয়া গ্রামের রাস্তায় অ্যাম্বুশ করে বিজিবি। এসময় সন্দেহভাজন একটি মোটর সাইকেলের গতিরোধ করতে গেলে পাচারকারী মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেল তল্লাশী করে এর ট্যাঙ্কির ভেতর থেকে তিনটি সোনার বার পাওয়া যায়।
বিজিবি পরিচালক জানান, এ ব্যাপারে নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। পরে আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।