চুয়াডাঙ্গায় ট্রেন থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার

মো. আখতার আলী জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ট্রেন থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। রবিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে দর্শনা স্টেশনে দাঁড়ানো অবস্থায় ট্রেনে তল্লাশী করে এগুলো জব্দ করা হয়। হেরোইনগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে বলে ধারণা বিজিবির।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান জানান, গোপন সূত্রে খবর আসে চাপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে ভারতীয় হেরোইন পাচার হবে। এ খবরের ভিত্তিতে বিজিবি দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলীর নেতৃত্বে একটি টহলদল দর্শনা রেলস্টেশনে মহানন্দা ট্রেনে অভিযান চালায়। এতে ট্রেনের বগিতে একটি পলিথিনের প্যাকেটে হেরোইন পাওয়া যায়। ওই প্যাকেট তল্লাশী করে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

বিজিবি পরিচালক জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চুয়াডাঙ্গায় ট্রেন থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার

চুয়াডাঙ্গায় ট্রেন থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। রবিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে দর্শনা স্টেশনে দাঁড়ানো অবস্থায় ট্রেনে তল্লাশী করে এগুলো জব্দ করা হয়। হেরোইনগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে বলে ধারণা বিজিবির।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান জানান, গোপন সূত্রে খবর আসে চাপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে ভারতীয় হেরোইন পাচার হবে। এ খবরের ভিত্তিতে বিজিবি দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলীর নেতৃত্বে একটি টহলদল দর্শনা রেলস্টেশনে মহানন্দা ট্রেনে অভিযান চালায়। এতে ট্রেনের বগিতে একটি পলিথিনের প্যাকেটে হেরোইন পাওয়া যায়। ওই প্যাকেট তল্লাশী করে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

বিজিবি পরিচালক জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত