‘আমরা উদ্যোক্তা আমরা বল, দেশের অর্থনীতি করবো সচল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে উদ্যোক্তা (জেইউএফ) এর উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১ মার্চ) দুপুরে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্যোক্তা মিলন মেলায় স্বাগত বক্তব্য রাখেন জামালপুর উদ্যোক্তা ফোরামের কর্ণধার দোলন সোম। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্যোক্তা মিলন মেলায় যুক্ত হোন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
উদ্যোক্তা ফোরামের মিলন মেলায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, বেসিক ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক গোলাম সরোয়ার তালুকদার, বুলবুল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বুলবুল, স্বদেশ সুইটসের আরিফুল ইসলাম প্রমুখ।
জামালপুর জেলায় হস্তশিল্প ব্যবসায়ীদের নিয়ে এই উদ্যোক্তা মিলন মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।