ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

আকাশ ইসলাম ডেস্ক এডিটর, ঢাকা
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটনায় রাত ৯টার দিকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ দুঘর্টনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলি জানান, সোহাগ পরিবহনের বাসটি দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকায় ফেরা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মালিবাগ রেলক্রসিংয়ের মুখে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে দুর্ঘটনার পর থেকে মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হননি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটনায় রাত ৯টার দিকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ দুঘর্টনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলি জানান, সোহাগ পরিবহনের বাসটি দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকায় ফেরা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মালিবাগ রেলক্রসিংয়ের মুখে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে দুর্ঘটনার পর থেকে মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হননি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত