কক্সবাজারে ১ লক্ষ ২২ হাজার ১৪০ পিচ ইয়াবা পাচারের মামলায় এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিতকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই মামলার অপর একজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি হলেন কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিঠাপানির ছড়ার উত্তর লম্বরী গ্রামের মোঃ হাছন ও ছাহারা খাতুনের পুত্র আহমদ কবির।
সোমবার (২৮ মার্চ) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন।
মামলাটি পরিচালনা করেন, রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং দন্ডিত আসামী আহমদ কবির এর পক্ষে অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ ও খালাসপ্রাপ্ত নুর মোহাম্মদ পক্ষে অ্যাডভোকেট বাপ্পী শর্মা।