লক্ষ্মীপুরের রায়পুরে ১২ কিলোমিটার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনহাজার ৫’শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর রাতে মেঘনা বাজার সংলগ্ন একটি সুপারি বাগানে তল্লাশী চালিয়ে জাটকা জব্দ করে এতিমখানায় দেয়া হয়েছে। রায়পুর কোস্টগার্ড চট্রগ্রাম পুর্ব জোনের কন্টিজেন কমান্ডার তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।
কোস্টগার্ডের কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, প্রতিদিন দুইবার মেঘনায় জোরালো অভিযান চালানো হয়। কোস্টগার্ড রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে তল্লাশি করে তিন হাজার ৫’শ জাটকা জব্দ করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকা সংগ্রহ করা ব্যবসায়ীরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, বেচাকেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।