যশোরে ট্রাকের ধাক্কায় ঝরে গেলো দুই প্রাণ

,
যশোরে ট্রাকের ধাক্কায় ঝরে গেলো দুই প্রাণ
ছবি: সংগৃহীত

যশোরে আলাদা স্থানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। রোববার(২ এপ্রিল) শহরের খোলাডাঙ্গা রেল ক্রসিং এলাকা ও নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার দৌরাস্তা মোড়ে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সাড়াপোল গ্রামের নুর আলীর ছেলে প্রতিবন্ধী বাবলুর রহমান (৬০) ও বাঘারপাড়ার দরাজহাট গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোস্তাকিম (১৮)।

ধর্মতলা মোড়ের ব্যবসায়ী শামীম হোসেন জানান, প্রতিবন্ধী বাবলুর রহমান তার পূর্ব পরিচিত। তিনি মোটর চালিত হুইল চেয়ারে চড়ে ভিক্ষা করে জীবন-যাপন করেন। রোববার সকাল ৮ টার দিকে তিনি হুইল চেয়ারে করে চাঁচড়া মোড় হয়ে ধর্মতলার দিকে আসছিলো। পথিমধ্যে খোলাডাঙ্গা রেলক্রসিং এলাকায় পৌঁছালে পিছন থেকে ১০ চাকার একটি ট্রাক ধাক্কা দিলে বাবুলর রহমান হুইল চেয়ার থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩ টার দিকে বাবলুর রহমান মারা যান।

এদিকে, বাঘারপাড়ার দৌরাস্তা মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হন নির্মাণ শ্রমিক মোস্তাকিম। দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, দুপুর ১২ টার দিকে মোস্তাকিম ছাতিয়ানতলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি দৌরাস্তা মোড়ে ব্যাটারি চালিত একটি ভ্যানকে ওভারটেক করছিলেন। এসময় সামনে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টা ১০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোস্তাকিমের মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নড়াইল তুলারামপুর হাইওয়ে পুলিশের এস আই আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যশোরে ট্রাকের ধাক্কায় ঝরে গেলো দুই প্রাণ

যশোরে ট্রাকের ধাক্কায় ঝরে গেলো দুই প্রাণ
ছবি: সংগৃহীত

যশোরে আলাদা স্থানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। রোববার(২ এপ্রিল) শহরের খোলাডাঙ্গা রেল ক্রসিং এলাকা ও নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার দৌরাস্তা মোড়ে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সাড়াপোল গ্রামের নুর আলীর ছেলে প্রতিবন্ধী বাবলুর রহমান (৬০) ও বাঘারপাড়ার দরাজহাট গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোস্তাকিম (১৮)।

ধর্মতলা মোড়ের ব্যবসায়ী শামীম হোসেন জানান, প্রতিবন্ধী বাবলুর রহমান তার পূর্ব পরিচিত। তিনি মোটর চালিত হুইল চেয়ারে চড়ে ভিক্ষা করে জীবন-যাপন করেন। রোববার সকাল ৮ টার দিকে তিনি হুইল চেয়ারে করে চাঁচড়া মোড় হয়ে ধর্মতলার দিকে আসছিলো। পথিমধ্যে খোলাডাঙ্গা রেলক্রসিং এলাকায় পৌঁছালে পিছন থেকে ১০ চাকার একটি ট্রাক ধাক্কা দিলে বাবুলর রহমান হুইল চেয়ার থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩ টার দিকে বাবলুর রহমান মারা যান।

এদিকে, বাঘারপাড়ার দৌরাস্তা মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হন নির্মাণ শ্রমিক মোস্তাকিম। দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, দুপুর ১২ টার দিকে মোস্তাকিম ছাতিয়ানতলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি দৌরাস্তা মোড়ে ব্যাটারি চালিত একটি ভ্যানকে ওভারটেক করছিলেন। এসময় সামনে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টা ১০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোস্তাকিমের মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নড়াইল তুলারামপুর হাইওয়ে পুলিশের এস আই আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত