ময়মনসিংহে রশি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে কালাম মিয়া (৩৮) নামে এক যুবক কে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২রা এপ্রিল) রাত ৯টার দিকে হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের খালপাড় এলাকার মহিলা বাজার সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। কালাম মিয়া ওই এলাকার আব্দুল হাইয়ের পুত্র।
ভোক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে- পূর্বশত্রুতার জেরে গত ৭ মার্চ কালাম কে স্থানীয় কয়েক জন গাছের সাথে বেঁধে মারধর করে। এ ঘটনায় ওই ঘটনায় কালাম মিয়ার ভাই আব্দুস সালাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর জের ধরে রবিবার রাত ৯টার দিকে কালাম বাড়ি ফেরার পথে তারা পেছন থেকে হাত-পা বেঁধে ও মুখে টেপ পেঁচিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে দুর্বৃত্তরা। পালিয়ে যায়। তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- খালপাড় এলাকার শহীদ মিয়ার ছেলে ইয়াসিন (২৫) ও হবি মিয়ার ছেলে মুবিন (২৩)।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। আমরা প্রাথমিকভাবে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছি। বাকিদের আটকের জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।