চুয়াডাঙ্গায় ট্রেন থেকে ২০ লাখ টাকার ভারতীয় হিরোইন উদ্ধার

মো. আখতার আলী জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ট্রেন থেকে ২০ লাখ টাকার ভারতীয় হিরোইন উদ্ধার
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা রেল স্টেশনে ট্রেনের বগি থেকে ১ কেজি ভারতীয় হিরোইন উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস থেকে এই হিরোইন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চাপাইনবাবগঞ্জ হতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে ভারতীয় হিরোইন পাচার করা হবে, এ তথ্যের ভিত্তিতে দর্শনা রেল স্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রেনের দ্বিতীয় বগির ভিতর ক্যরিয়ারের উপর একটি শপিং ব্যাগ দেখতে পান। টহলদল উক্ত ব্যাগের মালিকানা না পাওয়ায় সেটি জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ব্যাগের ভিতরে থাকা ছোট-বড় ৯টি পলিথিনের প্যাকেট হতে ১ কেজি ভারতীয় হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, এ ব্যপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চুয়াডাঙ্গায় ট্রেন থেকে ২০ লাখ টাকার ভারতীয় হিরোইন উদ্ধার

চুয়াডাঙ্গায় ট্রেন থেকে ২০ লাখ টাকার ভারতীয় হিরোইন উদ্ধার
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা রেল স্টেশনে ট্রেনের বগি থেকে ১ কেজি ভারতীয় হিরোইন উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস থেকে এই হিরোইন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চাপাইনবাবগঞ্জ হতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে ভারতীয় হিরোইন পাচার করা হবে, এ তথ্যের ভিত্তিতে দর্শনা রেল স্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রেনের দ্বিতীয় বগির ভিতর ক্যরিয়ারের উপর একটি শপিং ব্যাগ দেখতে পান। টহলদল উক্ত ব্যাগের মালিকানা না পাওয়ায় সেটি জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ব্যাগের ভিতরে থাকা ছোট-বড় ৯টি পলিথিনের প্যাকেট হতে ১ কেজি ভারতীয় হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, এ ব্যপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত