সীমান্তে সোনার ব্যাগ ফেলে ভারতে পালাল পাচারকারী 

রামিম খান জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
সীমান্তে সোনার ব্যাগ ফেলে ভারতে পালাল পাচারকারী 
ছবি: প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে ৫৮ বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪৯ ভরি ওজনের ৫টি সোনার বার উদ্ধার করেছে। এ সময় অজ্ঞাত এক পাচারকারী বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভারতে পালিয়ে যায়। উদ্ধারকৃত সোনার ওজন ৫৮২.৪৪ গ্রাম। সোনার বর্তমান বাজার মুল্য ৪৯ লাখ ৪৪ হাজার ২২৫ টাকা বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানার উদ্বৃতি দিয়ে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে মহেশপুরের মাটিলা বিওপির একটি টহল দল ওই গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানে ওৎ পেতে ছিল। সোমবার বেলা ১টার দিকে লালকালো রংয়ের জ্যাকেট পরিহিত অবস্থায় এক জন ব্যক্তি ব্যাগসহ ওই পথ দিয়ে আসতে থাকে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে লোকটি লাল রংয়ের বাজারের ব্যাগ ফেলে ভারতের মধ্যে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ব্যাগের মধ্য থেকে খাকী কসটেপ দিয়ে মোড়ানো ৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার সোমবার (৩ এপ্রিল) বিকালে ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সীমান্তে সোনার ব্যাগ ফেলে ভারতে পালাল পাচারকারী 

সীমান্তে সোনার ব্যাগ ফেলে ভারতে পালাল পাচারকারী 
ছবি: প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে ৫৮ বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪৯ ভরি ওজনের ৫টি সোনার বার উদ্ধার করেছে। এ সময় অজ্ঞাত এক পাচারকারী বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভারতে পালিয়ে যায়। উদ্ধারকৃত সোনার ওজন ৫৮২.৪৪ গ্রাম। সোনার বর্তমান বাজার মুল্য ৪৯ লাখ ৪৪ হাজার ২২৫ টাকা বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানার উদ্বৃতি দিয়ে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে মহেশপুরের মাটিলা বিওপির একটি টহল দল ওই গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানে ওৎ পেতে ছিল। সোমবার বেলা ১টার দিকে লালকালো রংয়ের জ্যাকেট পরিহিত অবস্থায় এক জন ব্যক্তি ব্যাগসহ ওই পথ দিয়ে আসতে থাকে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে লোকটি লাল রংয়ের বাজারের ব্যাগ ফেলে ভারতের মধ্যে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ব্যাগের মধ্য থেকে খাকী কসটেপ দিয়ে মোড়ানো ৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার সোমবার (৩ এপ্রিল) বিকালে ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত