বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা

,
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনার ২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার(৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হামলা করা হয়। সেখানে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ভাঙচুর করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কিছু মানুষ আমাদের সদর দপ্তরে এসে অফিসে হামলা করেছে। গাড়িও ভাঙচুর করেছে। তাদের হামলায় আমাদের তিনজন সদস্য আহতও হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে রাজধানীর ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং হতাহতের কোন খবরও পাওয়া যায়নি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনার ২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার(৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হামলা করা হয়। সেখানে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ভাঙচুর করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কিছু মানুষ আমাদের সদর দপ্তরে এসে অফিসে হামলা করেছে। গাড়িও ভাঙচুর করেছে। তাদের হামলায় আমাদের তিনজন সদস্য আহতও হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে রাজধানীর ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং হতাহতের কোন খবরও পাওয়া যায়নি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত