বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টার দিকে আগুন লাগে বঙ্গবাজারে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এই আগুন নেভাতে গিয়েই তারা আহত হন।
আহতরা হলেন- ফায়ার সার্ভিসকর্মী রবিউল ইসলাম অন্তর (৩০), ফায়ার সার্ভিসকর্মী আতিকুর রহমান রাজন (৩৫), ফায়ারকর্মী মেহেদি হাসান (২৮)। এছাড়াও নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০), রুবেল (৩২), দুলাল মিয়া (৬০) আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সাতজন ঢামেক হাসপাতালে ও একজন বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের জনবল এনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। এছাড়াও আমাদের এখানে সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে জানিয়ে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদেরও রোগী আনা-নেওয়ার জন্য ব্যবহার করা হবে।