স্বপ্ন পুড়ে ছাই, ব্যবসায়ীদের আহাজারি

,
স্বপ্ন পুড়ে ছাই, ব্যবসায়ীদের আহাজারি
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গ বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই এই আগুন পর্যায়ক্রমে আশেপাশের বেশ কয়েকটি মার্কেটে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট সহ নৌ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে এই ভয়াবহ আগুন।

এ ঘটনায় হাজারো ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। হয়েছে কোটি কোটি টাকার ক্ষতি। ক্রমশ ব্যবসায়ীদের আহাজারিতে ভারী হচ্ছে পরিবেশ।

আলী আহমেদ নামের এক ব্যবসায়ী বলেন, ঈদ উপলক্ষে প্রায় ১৫ লাখ টাকার মালামাল দোকানে তুলেছি। সকালে এতক্ষণে এক থেকে দুই লাখ টাকার বেচাকেনা হয়ে যেত। কিন্তু চোখের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো নির্মম পরিহাস। সব কিছুই তছনছ হয়ে গেল।

আলী আহমেদের মতো শত শত দোকান মালিকদের স্বপ্নও এভাবেই ছাই হয়ে গেছে।

আর্তনাদ করতে করতে ব্যবসায়ী ছিয়াম মিয়া বলেন, ‘আগুন লাগার খবর পাইয়া বাসা থেকে বের হইয়া মার্কেটে আসতে আসতেই আমার সব শেষ হইয়া গেলো। এখন আমি কীভাবে বাঁচমু? আমার আর কিছুই রইলো না,’

ছিয়াম মিয়া বলেন, দেশে সবকিছুতেই সিন্ডিকেট। নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানে আসতে সাড়ে চার শ টাকা ভাড়া চায়। আমার দোকানে আগুন লাগছে, সেটা বলার পরও কেউ এগিয়ে আসেনি। কাউকে না পেয়ে অনেকটুকু দৌড়ে দৌড়েও এসেছি।

এনেক্সকো মার্কেটের ব্যবসায়ী মো. কালাম বলেন, ভাই সব তো পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কিছু বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু মানুষের ভিড়ের কারণে পারছি না। এতো বড় বড় কাপড়ের বস্তা নিয়ে নামছি, কেউ তো সহায়তা করেই না উল্টো ভিড়ের কারণের সামনে এগোতে পারছি না। এতো মানুষের ভিড় না থাকলে আরও দ্রুত মালামাল নিয়ে আসতে পারতাম।

এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বপ্ন পুড়ে ছাই, ব্যবসায়ীদের আহাজারি

স্বপ্ন পুড়ে ছাই, ব্যবসায়ীদের আহাজারি
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গ বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই এই আগুন পর্যায়ক্রমে আশেপাশের বেশ কয়েকটি মার্কেটে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট সহ নৌ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে এই ভয়াবহ আগুন।

এ ঘটনায় হাজারো ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। হয়েছে কোটি কোটি টাকার ক্ষতি। ক্রমশ ব্যবসায়ীদের আহাজারিতে ভারী হচ্ছে পরিবেশ।

আলী আহমেদ নামের এক ব্যবসায়ী বলেন, ঈদ উপলক্ষে প্রায় ১৫ লাখ টাকার মালামাল দোকানে তুলেছি। সকালে এতক্ষণে এক থেকে দুই লাখ টাকার বেচাকেনা হয়ে যেত। কিন্তু চোখের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো নির্মম পরিহাস। সব কিছুই তছনছ হয়ে গেল।

আলী আহমেদের মতো শত শত দোকান মালিকদের স্বপ্নও এভাবেই ছাই হয়ে গেছে।

আর্তনাদ করতে করতে ব্যবসায়ী ছিয়াম মিয়া বলেন, ‘আগুন লাগার খবর পাইয়া বাসা থেকে বের হইয়া মার্কেটে আসতে আসতেই আমার সব শেষ হইয়া গেলো। এখন আমি কীভাবে বাঁচমু? আমার আর কিছুই রইলো না,’

ছিয়াম মিয়া বলেন, দেশে সবকিছুতেই সিন্ডিকেট। নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানে আসতে সাড়ে চার শ টাকা ভাড়া চায়। আমার দোকানে আগুন লাগছে, সেটা বলার পরও কেউ এগিয়ে আসেনি। কাউকে না পেয়ে অনেকটুকু দৌড়ে দৌড়েও এসেছি।

এনেক্সকো মার্কেটের ব্যবসায়ী মো. কালাম বলেন, ভাই সব তো পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কিছু বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু মানুষের ভিড়ের কারণে পারছি না। এতো বড় বড় কাপড়ের বস্তা নিয়ে নামছি, কেউ তো সহায়তা করেই না উল্টো ভিড়ের কারণের সামনে এগোতে পারছি না। এতো মানুষের ভিড় না থাকলে আরও দ্রুত মালামাল নিয়ে আসতে পারতাম।

এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত