বকশীগঞ্জে আওয়ামীলীগ সভাপতি নির্বাচিত হলেন এক বিএনপি নেতা

আবদুল লতিফ লায়ন জেলা প্রতিনিধি, জামালপুর
বকশীগঞ্জে আওয়ামীলীগ সভাপতি নির্বাচিত হলেন এক বিএনপি নেতা
বিএনপি নেতা জজ মিয়া

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি নেতা জজ মিয়া একই ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২২ সালের শেষ দিকে তিনি আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি নেতা হিসেবে ওয়ার্ড কমিটির কার্যনিবাহী সদস্য নির্বাচিত হন জজ মিয়া। বিএনপির উপজেলা ও ইউনিয়ন কমিটি ওই কমিটির অনুমোদন দেন ২০২১ সালের ১০ নভেম্বর। জজ মিয়া বিএনপির অনুমোদিত কার্যকরী কমিটির ২৮ নম্বর সদস্য।

অপর দিকে ২০২২ সালে একই ওয়ার্ডে আওয়ামীলীগের কমিটি গঠন হয়। আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সভাপতি নির্বাচিত হন জজ মিয়া। ২০২২ সালের ১৭ অক্টোবর আওয়ামীলীগ ওই কমিটির অনুমোদন দেন।

এ ব্যাপারে জজ মিয়া জানান, আমি আওয়ামীলীগ করি। কিন্তু বিএনপির কমিটিতে কিভাবে আমার নাম অর্ন্তভুক্ত হয়েছে তা আমার জানা নেই।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ জানান, জজ মিয়া বিএনপির সদস্য তা আমার জানা নেই। তবে বিএনপির কমিটিতে থাকলে তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহীনা বেগম জানান, কমিটি আমার আমলে হয়নি। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের আমলে কমিটি হয়েছে। কমিটির অনুমোদনও তারাই দিয়েছেন। তাই আমি বিষয়টি নিয়ে ভালো কিছু জানিনা। তবে বিষয়টি নিয়ে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা হবে। আলোচনার পরেই সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বকশীগঞ্জে আওয়ামীলীগ সভাপতি নির্বাচিত হলেন এক বিএনপি নেতা

বকশীগঞ্জে আওয়ামীলীগ সভাপতি নির্বাচিত হলেন এক বিএনপি নেতা
বিএনপি নেতা জজ মিয়া

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি নেতা জজ মিয়া একই ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২২ সালের শেষ দিকে তিনি আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি নেতা হিসেবে ওয়ার্ড কমিটির কার্যনিবাহী সদস্য নির্বাচিত হন জজ মিয়া। বিএনপির উপজেলা ও ইউনিয়ন কমিটি ওই কমিটির অনুমোদন দেন ২০২১ সালের ১০ নভেম্বর। জজ মিয়া বিএনপির অনুমোদিত কার্যকরী কমিটির ২৮ নম্বর সদস্য।

অপর দিকে ২০২২ সালে একই ওয়ার্ডে আওয়ামীলীগের কমিটি গঠন হয়। আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সভাপতি নির্বাচিত হন জজ মিয়া। ২০২২ সালের ১৭ অক্টোবর আওয়ামীলীগ ওই কমিটির অনুমোদন দেন।

এ ব্যাপারে জজ মিয়া জানান, আমি আওয়ামীলীগ করি। কিন্তু বিএনপির কমিটিতে কিভাবে আমার নাম অর্ন্তভুক্ত হয়েছে তা আমার জানা নেই।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ জানান, জজ মিয়া বিএনপির সদস্য তা আমার জানা নেই। তবে বিএনপির কমিটিতে থাকলে তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহীনা বেগম জানান, কমিটি আমার আমলে হয়নি। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের আমলে কমিটি হয়েছে। কমিটির অনুমোদনও তারাই দিয়েছেন। তাই আমি বিষয়টি নিয়ে ভালো কিছু জানিনা। তবে বিষয়টি নিয়ে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা হবে। আলোচনার পরেই সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত