পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১১৫ টি জামে মসজিদের ২১৯ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদ শুভেচ্ছা সম্মানী হিসাবে নগদ অর্থ প্রদান করেছেন।
শনিবার (১৫ এপ্রিল) ২৩ রমজান সকাল ১০ টায় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান অতিথি হিসাবে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে ঈদপূর্ব শুভেচ্ছা সম্মানী নগদ অর্থ তুলে দেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সাবেক কাউন্সিলর সাবেক চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি বিশিস্ট কবি ও লেখক খন্দকার ফরহাদ জামান বাদল অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের, মদীনা মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু ইউসুফ, ২নং ওয়ার্ড কাউন্সিলর এস এম ফারুক মৃধা, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিজামুল হক নিজাম প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ ২১৯ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ৮ প্রায় লক্ষ টাকা প্রদান করেন।