নড়াইলের লোহাগড়ায় শ্রী শ্রী নিতাই-জিউর ও উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির চত্বরে শ্রীমদ্ভাগবতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে শ্রী শ্রী নিতাই-জিউর ও উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি ডাঃ প্রবীর কুমার দে শ্যামের সভাপতিত্বে শ্রীমদ্ভাগবতীয় উপর আলোচনা করেন।
ভারতের মায়াপুরের গৌর সারাস্বত সস্ত গৌড়ীয় মঠের বক্তা ওঁ বিষ্ণুপাদ ত্রিদন্ডিস্বামী শ্রীশ্রীমদ্ভক্তি স্বরূপ সজ্জন গোস্বামী গুরু মহারাজ, ত্রিদন্ডি স্বামী শ্রীমদ্ভক্তি বৈভর সার মহারাজ, ত্রিদন্ডি স্বামী শ্রীমদ্ভক্তি বল্লভ আচার্য্য মহারাজ, ত্রিদন্ডি স্বামী শ্রীমদ্ভক্তি কেবল মধুসুধন মহারাজ। এসময় আরোও উপস্থিত ছিলেন, শ্রী শ্রী নিতাই-জিউর ও উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক প্রভাষক দীপক সাহা, নিমাই কুন্ডু, আনন্দ সরকার, সত্যব্রত শিকদার, শংকর দত্ত, স্বপন রায়, দেবদাস সাহা, বিপ্লব কুমার বিশ্বাস, দীপংকর সাহা, বিকাশ বিশ্বাস, সনৎ নন্দী প্রমূখ। উপজেলার বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দ।