নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ঈদ সামগ্রী বিতরণ করেন। বুধবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৫৫ পদাতিক ডিভিশনের তত্বাবধানে জাগ্রত বিশ (২০ ইষ্ট বেঙ্গল) এর সার্বিক ব্যাবস্থাপনায় ঈদ উপহার সামগ্রী ১ হাজার লোকের মাঝে বিতরণ করেন। উপহার সামগ্রীতে রয়েছে পোলাও চাউল ১ কেজি, সাধারণ চাউল ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, ডাল ৫০০ গ্রাম, ভোজ্য তেল ৫০০ গ্রাম ও সেমাই ২ প্যাকেট।
এসময় উপস্থিত ছিলেন, ৫৫ পদাতিক ডিভিশনে কর্মরর্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এ এফ ডবিউ সি, পিএসসি, ২০ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল ইয়াছির সারোয়ার, পিএসসি, ক্যাপ্টেন রাকিবুল ইসলাম প্রমুখ।