নড়াইলের লোহাগড়ায় নোয়াগ্রাম ইউনিয়নের ৪টি গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাক্ষ্মণডাঙ্গা, চর ব্রাক্ষ্মণডাঙ্গা, বাড়িভাঙ্গা ও হান্দলা গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে দুটি পক্ষ রয়েছে। উভয় পক্ষের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে ব্রাক্ষ্মণডাঙ্গা বাজারে ডাব-নারকেল বিক্রয়কে কেন্দ্র করে তাইজেল-খায়রুর গ্রুপের লোকের সাথে নাজির-মাহাবুর গ্রুপের লোকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি, রামদা, রড, হাতুড়ি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছে। আহত জামাল,রমজান, আনিচুর রহমান,নূর ইসলাম, রশিদ, মুস্তাক, মহব্বত,মটুক, লিটন, সুমন, খায়রুলকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে নলদী ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।