নাড়ির বাঁধন ছেড়ে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবীরা। মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে ব্যাংক, বীমা ও এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় অনেক কর্মজীবী মানুষদের রাজধানী মুখী প্রবেশের চিত্র দেখা যাচ্ছে।
উত্তরবঙ্গসহ ২৬ টি জেলার মানুষের রাজধানী মুখী যাতায়াতের একমাত্র প্রবেশ ধার কালিয়াকৈরের চন্দ্রা মোড়। আর অল্প অল্প করেই এসব জেলা থেকে কর্মজীবীরা এসে জড়ো হচ্ছে এই চন্দ্রা মোড়ে। এখান থেকেই সাভার, আশুলিয়া, কোনাবাড়ি, চৌরাস্তা গাজীপুর ও মাওনা সহ বিভিন্ন গন্তব্য স্থানে ভাগ হয়ে যাচ্ছে এসব কর্মজীবীরা এতে আস্তে আস্তে গাড়ির চাপ এবং কর্মজীবী মানুষের ভিড় বাড়ছে।
তবে এবারের ঈদ যাত্রায় তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় স্বস্তিতে গন্তব্যে পৌঁছতে পেরেছিল ঘরমুখী মানুষেরা। এই সফলতায় হাইওয়ে পুলিশের ভূমিকা অপরিসীম। কর্মস্থলে ফেরার পথেও সকল যাত্রীদের সুবিধায় হাইওয়ে পুলিশদের তৎপর দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোগান্তি কম হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
আইয়ুব আনসারী নামের এক যাত্রী বলেন, আমি টাঙ্গাইলের গোপালপুর থেকে এসেছি, চট্টগ্রাম যাব। এবার অনেক স্বস্তিতে বাড়ি ফিরে ছিলাম আবার কর্মস্থলে যাচ্ছি তবুও রাস্তাঘাট একদম ফাঁকা খুব আরামে এ পর্যন্ত এসেছি।
গোপাল নামের এক ড্রাইভার বলেন, এবার ঈদের যাত্রা খুব সুন্দর হয়েছে কোন যানজট নেই। হাইওয়ে পুলিশ আমাদের খুব সহযোগিতা করেছে। যার কারণে মানুষের কোন ভোগান্তি এবার পোহাতে হয়নি।
সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, ঈদ ফেরত যাত্রীদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। আগামী রোববারের মধ্যে শিল্প কারখানাগুলোর ছুটি শেষ হবে। তাই আগামী শুক্রবার থেকে সড়কে গণপরিবহন ও যাত্রীদের চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।