পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলার, ৯ নং শাপলেজা ইউনিয়নের নলী জয়নগর এর বাসিন্দা মোঃ আব্দুস সালাম খলিফার স্ত্রী মোসাম্মৎ হোসনে আরা বেগম শনিবার (২৯ এপ্রিল) বিকাল আনুমানিক ২ টার দিকে বজ্রপাতে মারা যায়।
একই দিনে ঐ সময় উপজেলার ৪নং দাউদখালী ইউনিয়নের পাঠাকাটা গ্রামে রব খলিফা নামে এক কৃষক এর চারটি গরু বজ্রপাতে মারা যায়।