জামালপুরের বকশীগঞ্জে ছাগল নিয়ে দ্বন্ধে দুই পক্ষের সংঘর্ষে নিহত আবুল কাশেম ওরফে দুলাল মিয়া হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের নইমিয়ার বাজারে ঘন্ট্যাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগারচর এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশ নেন। আবুল কাশেম ওরফে দুলাল মিয়ার খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহত আবুল কাশেমের ভাই রেজাউল করিম, পিতা আবদুর রাজ্জাক, স্ত্রী মাসুমা বেগম, ছেলে মনিরুজ্জামান, মেয়ে লামিয়া আক্তার মুনিয়া, বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী ও মো.আবু রাইহান প্রমূখ। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার সকালে উপজেলার আলিরপাড়া গ্রামে ছাগল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবুল কাশেম ওরফে দুলাল মিয়া নামে এক ব্যাক্তি নিহত হন। এই ঘটনায় নিহত দুলাল মিয়ার ভাই রেজাউল করিম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাসহ ৫২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন। সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৬ জনকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।
মানববন্ধনে নিহত আবুল কাশেমের ভাই মামলার বাদী রেজাউল করিম বলেন, আমার ভাই মারা গেছে। ভাইয়ের মৃত্যুর শোকে আমরা দিশেহারা। আমাদের লোকজনকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি। আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আইন নিজের হাতে তুলে নিতে পারিনা। তাই আইনের আশ্রয় নিয়েছি। আইনের মাধ্যমেই দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। আমার ভাই এলাকায় নিরীহ একজন মানুষ ছিলেন। তারা পুর্বপরিকল্পিভাবে আমার ভাইকে হত্যা করেছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ভাই হত্যার বিচার চাই। খুনী নজরুল ইসলাম লিচু চেয়ারম্যানসহ সকলের ফাঁসি চাই।