বগুড়ায় শিশু রজনী হত্যা, গ্রেফতার ১

,
বগুড়ায় শিশু রজনী হত্যা, গ্রেফতার ১
ছবি: প্রতিনিধি

বগুড়ায় ধুনটে চাঞ্চল্যকর শিশু মোছা: মায়দা আক্তার রজনী (০৮) হত্যার ১৪ ঘন্টার মধ্যে মূল রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শিশু (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত শিশু, বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী পশ্চিম পাড়া এলাকার অটো ভ্যান চালক গাজীউর রহমানের মেয়ে মায়দা আক্তার রজনী (৮) ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণির ছাত্রী।

শনিবার (৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, গত ৫ মে সাড়ে ১১টার দিকে বগুড়ার ধুনট থানায় খবর আসে ৮ বছর বয়সী একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ধুনট থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় মেয়েটিকে খোজাখুঁজির এক পর্যায়ে ধুনট উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পেছনে শিশু মোছাঃ মায়দা আক্তার রজনী (০৮) এর মরদেহ পাওয়া যায়। হত্যার ১৪ ঘন্টার মধ্যে ধুনট থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুন ও ধর্ষনের ঘটনায় সরাসরি জড়িত এক শিশু (১৭) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে জড়িত শিশু (১৭) জানায় যে, ঘটনার আনুমানিক ১০ দিন আগে সে এবং তার অন্য দুইজন সহযোগীসহ ভুক্তভোগী শিশু মোছা: মায়দা আক্তার রজনী (৮) কে ধর্ষণের পরিকল্পনা করে। এরপর গত বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে শিশু রজনী স্কুলের শহীদ মিনারের পাশের একটি বড় আম গাছের নিচে আম কুড়াতে গেলে গ্রেফতারকৃত শিশু (১৭) ও তার সহযোগীরা রজনীকে অপহরণ করে স্কুলের দক্ষিণ পাশের গলিতে নিয়ে যায় ও মুখ চেপে ধরে রেখে ভয়ভীতি দেখায় এবং তাদের মধ্যে একজন গিয়ে অন্য একজনকে ডেকে নিয়ে আসে। তখন গ্রেফতারকৃত শিশু (১৭) ও তার অন্য দুইজন সহযোগী পালাক্রমে ভুক্তভোগী শিশু (৮) কে সেখানে ধর্ষন করে। গ্রেফতারকৃত শিশু (১৭) ও তার সহযোগীরা ভুক্তভোগীর প্রতিবেশী হওয়ায় তাদেরকে চিনতে পারে তাই তারা ভুক্তভোগী শিশু রজনীকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথার বাম পাশে আঘাত করে। তবুও ভুক্তভোগীর মৃত্যু না হলে গ্রেফতারকৃত শিশু (১৭) ও তার সহযোগীরা রজনীর গলা টিপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এরপর তারা শিশু রজনীর লাশ গলির পাশে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পালাতক সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বগুড়ায় শিশু রজনী হত্যা, গ্রেফতার ১

বগুড়ায় শিশু রজনী হত্যা, গ্রেফতার ১
ছবি: প্রতিনিধি

বগুড়ায় ধুনটে চাঞ্চল্যকর শিশু মোছা: মায়দা আক্তার রজনী (০৮) হত্যার ১৪ ঘন্টার মধ্যে মূল রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শিশু (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত শিশু, বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী পশ্চিম পাড়া এলাকার অটো ভ্যান চালক গাজীউর রহমানের মেয়ে মায়দা আক্তার রজনী (৮) ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণির ছাত্রী।

শনিবার (৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, গত ৫ মে সাড়ে ১১টার দিকে বগুড়ার ধুনট থানায় খবর আসে ৮ বছর বয়সী একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ধুনট থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় মেয়েটিকে খোজাখুঁজির এক পর্যায়ে ধুনট উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পেছনে শিশু মোছাঃ মায়দা আক্তার রজনী (০৮) এর মরদেহ পাওয়া যায়। হত্যার ১৪ ঘন্টার মধ্যে ধুনট থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুন ও ধর্ষনের ঘটনায় সরাসরি জড়িত এক শিশু (১৭) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে জড়িত শিশু (১৭) জানায় যে, ঘটনার আনুমানিক ১০ দিন আগে সে এবং তার অন্য দুইজন সহযোগীসহ ভুক্তভোগী শিশু মোছা: মায়দা আক্তার রজনী (৮) কে ধর্ষণের পরিকল্পনা করে। এরপর গত বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে শিশু রজনী স্কুলের শহীদ মিনারের পাশের একটি বড় আম গাছের নিচে আম কুড়াতে গেলে গ্রেফতারকৃত শিশু (১৭) ও তার সহযোগীরা রজনীকে অপহরণ করে স্কুলের দক্ষিণ পাশের গলিতে নিয়ে যায় ও মুখ চেপে ধরে রেখে ভয়ভীতি দেখায় এবং তাদের মধ্যে একজন গিয়ে অন্য একজনকে ডেকে নিয়ে আসে। তখন গ্রেফতারকৃত শিশু (১৭) ও তার অন্য দুইজন সহযোগী পালাক্রমে ভুক্তভোগী শিশু (৮) কে সেখানে ধর্ষন করে। গ্রেফতারকৃত শিশু (১৭) ও তার সহযোগীরা ভুক্তভোগীর প্রতিবেশী হওয়ায় তাদেরকে চিনতে পারে তাই তারা ভুক্তভোগী শিশু রজনীকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথার বাম পাশে আঘাত করে। তবুও ভুক্তভোগীর মৃত্যু না হলে গ্রেফতারকৃত শিশু (১৭) ও তার সহযোগীরা রজনীর গলা টিপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এরপর তারা শিশু রজনীর লাশ গলির পাশে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পালাতক সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত