নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: একে একে ৭ জনই মারা গেলেন

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: একে একে ৭ জনই মারা গেলেন
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় সাতজনই মারা গেলেন।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫)। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে ওই মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন। দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)।

এরপর শুক্রবার (৫ মে) সকালে দুগ্ধ নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) মারা যান। এছাড়া রাত ১১টার দিকে মারা যান গোলাম রাব্বী (৩৫)। শনিবার (৬ মে) বিকেলে মারা যান দগ্ধ জুয়েল মিয়া (৩৫)।

জানা যায়, বৃহস্পতিবার শ্রমিকরা ওই মিলে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সবাই এগিয়ে যান। এ সময় গলিত গরম লোহা ছিটকে এসে তারা দগ্ধ হন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: একে একে ৭ জনই মারা গেলেন

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: একে একে ৭ জনই মারা গেলেন
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় সাতজনই মারা গেলেন।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫)। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে ওই মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন। দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)।

এরপর শুক্রবার (৫ মে) সকালে দুগ্ধ নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) মারা যান। এছাড়া রাত ১১টার দিকে মারা যান গোলাম রাব্বী (৩৫)। শনিবার (৬ মে) বিকেলে মারা যান দগ্ধ জুয়েল মিয়া (৩৫)।

জানা যায়, বৃহস্পতিবার শ্রমিকরা ওই মিলে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সবাই এগিয়ে যান। এ সময় গলিত গরম লোহা ছিটকে এসে তারা দগ্ধ হন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত