র্যাবের অভিযানে বগুড়ার ধুনট থেকে দশম শ্রেণিতে পড়ুয়া অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল। এ সময় জুবায়ের মাহমুদ সাম্মু (২৪) নামের যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার ধুনট উপজেলার উল্লাপাড়া এলাকার মুকুল হোসেনের ছেলে জুবায়ের মাহমুদ সাম্মু (২৪) ।
বুধবার (১০ মে) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার করা হয় এবং অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
এর আগে গত ২ মে মঙ্গলবার বগুড়ার ধুনট উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জুবায়েরসহ অজ্ঞাত ৩/৪ জন অপহরণ করে। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার (৮ মে) ওই স্কুল ছাত্রীর বাবা ধুনট থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, ‘গ্রেফতারকৃত ওই আসামি ও অপহৃত ছাত্রীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় পাঠানো হয়েছে।’