ডাসারে পিকআপ উল্টে চালকের মৃত্যু

মাসুদ রেজা ফিরোজী জেলা প্রতিনিধি, মাদারীপুর
ডাসারে পিকআপ উল্টে চালকের মৃত্যু
সদর হাসপাতাল মাদারীপুর

মাদারীপুরের ডাসারে একটি পিকআপ গাড়ি উল্টে এর চালকের মৃত্যু হয়েছে। নিহত শাকিল হাওলাদার (২৫) নামে চালক ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চালক শাকিল পিকআপে গরু বোঝাই করে উপজেলার গোপালপুর এলাকা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ করে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, নিহত ওই চালক গাড়িতে একাই ছিলেন। তার পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশ। মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ডাসারে পিকআপ উল্টে চালকের মৃত্যু

ডাসারে পিকআপ উল্টে চালকের মৃত্যু
সদর হাসপাতাল মাদারীপুর

মাদারীপুরের ডাসারে একটি পিকআপ গাড়ি উল্টে এর চালকের মৃত্যু হয়েছে। নিহত শাকিল হাওলাদার (২৫) নামে চালক ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চালক শাকিল পিকআপে গরু বোঝাই করে উপজেলার গোপালপুর এলাকা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ করে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, নিহত ওই চালক গাড়িতে একাই ছিলেন। তার পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশ। মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত