ময়মনসিংহের নান্দাইলে পূর্বশত্রুতার জেরে আবুল কালাম ও তার স্ত্রী মোছা. পারুল আক্তার কে কুপিয়ে জখম করেছে। গত বুধবার (১৭মে) সকাল ১১ টায় আব্দুস ছালামের নেতৃত্বে হামলা করে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করে। ঘটনাটি ঘটে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বীর ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে আবুল কালামের ছেলে মাহাবুব আলম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ৩ জনের নামে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার বীর ঘোষপালা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র আঃ ছালাম(৫০), স্ত্রী মোছা. নাজমা খাতুন (৪৫),ছেলে মিজানুর রহমান মিজান(২৪)।
নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায়- গত কিছুদিন আগে কালবৈশাখী ঝড়ে আবুল কালামের চৌচালা ঘর ভেঙে যায়। প্রতিবেশী আঃ ছালামের গংরা বসত ঘরের টিন খুঁলে নিয়ে যাওয়ার সময় আবুল কালামের স্ত্রী পারুল আক্তার বাঁধা দেয়। এসময় আঃ ছালাম সহ ৩/৪ জন পারুল আক্তার কে গালমন্দ ও মারধরের হুমকী দেয়। পরে গত বুধবার আঃ ছালাম গংরা দেশীয় অস্ত্র রামদা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে হামলা করে আবুল কালাম ও তার স্ত্রী পারুল আক্তার কে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার তিনকে আসামী করে আবুল কালামের ছেলে মাহাবুব আলম বাদী মামলা দায়ের করেন। প্রধান আসামীকে মিজানুর রহমানকর গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।