বগুড়ায় বাসের ধাক্কায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল দশটার দিকে শহরের ঝোপগাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম হাফিজুর রহমান। তিনি ধুনটের মিজান সরকারের ছেলে। তবে তিনি শহরের উপশহরে ভাড়া বাসায় থাকতেন এবং দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন৷
এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আফজাল হোসেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সকালে বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হন হাফিজুর রহমান। ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, বাস জব্দ করা গেলেও কাউকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া হাইওয়ে পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।