লোডশেডিং নিয়ে সুখবর দিলেন তথ্যমন্ত্রী

,
লোডশেডিং নিয়ে সুখবর দিলেন তথ্যমন্ত্রী
ফাইল ফটো

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিনে পাঁচবার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে, বর্তমান পরিস্থিতি বেশি দিন থাকবে না সুখবর দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ অক্টোবর) ভার্চুয়ালি এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী এক মাসে দেশের চলমান লোডশেডিং স্বাভাবিক হবে।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের তুলনায় বিশ্বের বহু দেশে লোডশেডিং বেশি হচ্ছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। সরকার লোডশেডিং থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে লোডশেডিং ঠিক হয়ে যাবে।

এর আগে, একদিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লোডশেডিং নিয়ে বিএনপি কথা বলে? অথচ, তারা বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন মাত্র ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রায় এক বছর পর আমার গ্রামের বাড়িতে বিদ্যুৎ এসেছে।

তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ নিয়ে বিএনপির কথায়, আমার মনে হয় হনুমানও হাসে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লোডশেডিং নিয়ে সুখবর দিলেন তথ্যমন্ত্রী

লোডশেডিং নিয়ে সুখবর দিলেন তথ্যমন্ত্রী
ফাইল ফটো

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিনে পাঁচবার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে, বর্তমান পরিস্থিতি বেশি দিন থাকবে না সুখবর দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ অক্টোবর) ভার্চুয়ালি এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী এক মাসে দেশের চলমান লোডশেডিং স্বাভাবিক হবে।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের তুলনায় বিশ্বের বহু দেশে লোডশেডিং বেশি হচ্ছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। সরকার লোডশেডিং থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে লোডশেডিং ঠিক হয়ে যাবে।

এর আগে, একদিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লোডশেডিং নিয়ে বিএনপি কথা বলে? অথচ, তারা বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন মাত্র ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রায় এক বছর পর আমার গ্রামের বাড়িতে বিদ্যুৎ এসেছে।

তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ নিয়ে বিএনপির কথায়, আমার মনে হয় হনুমানও হাসে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত