ফরিদপুরের সদরপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জুন) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোয়ালন্দ-তারাইল সড়কে কাটাখালী বাজারের পাশে করিমন নিয়ন্ত্রন হারিয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত হানিফ মাতুব্বর (৪০) উপজেলার ঢেউখালী ইউনিয়নের কাচারিডাঙ্গী গ্রামের মালেক মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর থেকে করিমন কৃষ্ণপুর বাজারের দিকে যাওয়ার সময় কাটাখালী বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে করিমনটি ঘটনাস্থলে উল্টে যায়। এ সময় করিমন চালক হানিফ মাতুব্বর তার নিজের করিমনের নিচে পরে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়। ইজিবাইকের চালক জীবন বাঁচাতে রাস্তার পাশের খাদে লাফ দিলে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপরদিকে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. জহিরুল বেপারী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত জহিরুল সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ইউনুস বেপারীর ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা অন্য আরোহী শাহিন বেপারী (১৮) নামে এক জন গুরুতর আহত হয়। সে সদরপুর ইউনিয়নের চরব্রাহ্মন্দী গ্রামের জয়নাল বেপারীর পুত্র।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।