গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) জোবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা ও নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় শুরুতে রাস্তা ঘাটের দুর্ঘটনা কীভাবে কমানো যায় সে বিষয়ে সতকর্তা অবলম্বন, কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সামনে ঈদুল আযহাকে সুন্দর ভাবে কাটানো যায়, নদী জবরদখল, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, বহুবিবাহ, শিশু ধর্ষন, ফুটপাত দখল,জালটাকা, মলমপাটি, জঙ্গী মাদক, ছিনতাই, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয় দিক নিদের্শনামূলক বক্তব্য দেন ইউএনও।