নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৩২ টি প্রতিষ্ঠানে ২ লাখ টাকার ইসলামী বই বিতরণ করেছে। রবিবার (১৮ জুন) সকাল ১১ টায় নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট মিলনায়তনে ইসলামী বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বই বিতরণ কার্যক্রমে ট্রাস্টের পরিচালক মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে কো-অর্ডিনেটর মাওলানা তারিক জামিলের সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ ও আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুছ ছাত্তার, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, খারুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কাজী আব্দুছ ছাত্তার, বিশিষ্ট সমাজসেবক মাহমুদ হোসেন, নান্দাইল উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রাকিবুল ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
ট্রাস্টের উদ্যোগে ১ম ধাপে ৯ টি মসজিদ, ৫ টি আলিয়া মাদ্রাসা, ১০টি কওমি মাদ্রাসা ও ৪ টি পাঠাগারের সভাপতি ও প্রধানগণের কাছে বিতরণ করা হয়।