‘দুনিয়ার মজদুর একহও’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনালে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে কালিয়াকৈর সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার (২০ জুন) সকালে কালিয়াকৈর বাস টার্মিনালে এই মানববন্ধন কি করা হয়। কালিয়াকৈর সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের দীর্ঘ ২২ বছর যাবত নির্বাচন হয় না বলে জানিয়েছেন মানববন্ধনে যোগ দেওয়া মালিক ও শ্রমিকেরা। তাই তারা নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন।
বক্তারা বলেন, নির্বাচন আমাদের গনতান্ত্রিক অধিকার। কিন্তুু দীর্ঘ ২২ বছর ধরে কোন নির্বাচন অনুষ্ঠিত হয় না। সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । আমরা মালিক ও শ্রমিকরা আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূলক সুষ্ঠু এবং সুন্দর ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে শাসন-শোষণ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচনে যে বিজয়ী হবে তাকেই আমরা মেনে নিবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবহন মালিক ও সাধারন শ্রমিক সাজু আহমেদ (কার্ড নং – ২৫২২), বাস মালিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও বাস মালিক মেছের আলী, আলম হোসেন, খায়রুল ইসলাম বাবু, সাধারণ শ্রমিক কামাল হোসেন, লিটন হোসেন, আদম আলী, সাধারন শ্রমিক ও ড্রাইভার দেলোয়ার হোসেন, সেলিম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ।