বসতঘরে কিছুক্ষণ পর পর হঠাৎ আগুন জ্বলে উঠছে। এতে পুড়ে যাচ্ছে ঘরের চালাসহ মুল্যবান আসবাবপত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত টানা ২৫ থেকে ৩০ বার লেগেছে এ আগুন! খানিক পরপর নীল এবং লাল রংয়ের এ আগুন জ্বলে উঠার কারণে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে দলে দলে লোকজন এসে ওই বাড়িতে ভীড় জমাচ্ছেন। এতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অলৌকিক এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের কোডেক পূর্নবাসন প্রকল্প কলোনির বাসিন্দা আবুল হোসেনের বসতঘরে।
সরজমিন গেলে বসতঘরের মালিক আবুল হোসেন জানান, সোববার মাগরিবের নামাজের একটু আগে হঠাৎ বসতঘরের এক কোণে মরিচের বস্তায় আগুণ ধরে যায়। এতে ৩ বস্তা মরিচ পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এর কিছুক্ষণ পরে রান্নাঘরের চালায় আগুন ধরে যায়। ওইবারও আগনু নিয়ন্ত্রণে আনেন। এর কতক্ষণ পর কাপড়ের ট্রাংকের ভেতর আগুন জ্বলে উঠে। এভাবে ঘরের দরজা-জানালায় বারবার আগুন জ্বলে উঠে।
এভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ২৫ থেকে ৩০বার এ আগুন জ্বলে উঠে। এতে ঘরের মুল্যবান জিনিসপত্র পুড়ে যায়। কেনো বা কি কারণে বারবার আগুন লাগছে তা জানাতে পারেননি আবুল হোসেন। তবে এ আগুন লাগার ঘটনায় পরিবারের লোকজনসহ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান তিনি।
স্থানীয় আবু তাহের খলিফা, আজিজুল হক ও রফিক মাঝিসহ অনেকেই জানান, গতকাল সন্ধা থেকে আবুল হোসেনের বসতঘরে কিছুক্ষণ পর পর আগুন জ্বলে উঠছে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঘরের বিভিন্ন জায়গায় আগন জ্বলে উঠে। বারবার নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি বন্ধ হচ্ছে না। তারা আরও জানান, অলৌকিক এ ঘটনাটি কোনো জ্বীন-ভূত ঘটিয়ে থাকতে পারেন।
স্থানীয় বায়তুস চুন্নাত জামে মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ জানান, আবুল হোসেনের বসতঘরে বারবার আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে তিনি এসেছেন। এরপর কয়েকদফায় তার সামনেই আগুন জ্বলে উঠে। এমনকি পানির বালতিতে পর্যন্ত আগন লাগে। তবে কোনো হিংস্র জ্বীন-ভূত এ ঘটনাটি ঘটাতে পারেন বলে জানান তিনি।