নন্দাইলে দ্রুত গতি ট্রাকের চাপায় মোঃ নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (২২ জুন) বিকাল ৫ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে হেমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত মো. নজরুল ইসলাম নান্দাইল সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাভার গ্রামের খালেক মিয়া ওরফে হাসু মিয়ার পুত্র। সে স্থানীয় হেমগঞ্জ বাজারে মনিহারি ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় ও নান্দাইল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় – আসরের নামায পড়তে মসজিদে যান মনিহারী ব্যবসায়ী মো.নজরুল ইসলাম। নামায শেষে মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় আসতেই কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ গামী একটি দ্রুত গতির ট্রাক চাপা দেয়। এতে ঘটনা স্থলেই নজরুল মারাত্মক আহত হয়ে সড়কে লুঠিয়ে পড়ে। বাজারের লোকজন দেখে দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানে হাসপাতালের জরুরী বিভাগে কর্মব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান সুমন বলেন- নামায শেষ করে মসজিদ থেকে রাস্তার এপারে আসার সময়ই দ্রুত গতির ট্রাকটি নজরুল কে পিছন থেকে চাপা দেয়। এতেই সে পড়ে গিয়ে মারা যায়। লোকটি অনেক ভাল ছিল। ঘটনাস্থলে অনেক লোকজন তার জন্য আফসোস করতাছে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন- দ্রুত গতির ট্রাকের চাপায় মুসুল্লির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থল থেকে দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হলেও ট্রাক চালক পালিয়ে গেছে।